Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর পরিচালিত আঞ্চলিক পাসপোর্ট অফিস, চুয়াডাঙ্গা। এখানে ‘‘সহকারী পরিচালক’’ এর মাধ্যমে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হয়। সাধারণ ফি তিন হাজর চারশত পঞ্চাশ টাকা যেখানে চার শত পঞ্চাশ টাকা হলো 15% ভ্যাট একুশ কর্মদিবস এর মধ্যে সম্ভাব্য পাসপোর্ট প্রাপ্তির দিন আবার জরুরী সেবার ক্ষেত্রে ছয় হাজার নয় শত পঞ্চাশ টাকা যেখানে নয় শত পঞ্চাশ টাকা15% ভ্যাট ফি যা এগার কর্মদিবস এর মধ্যে সম্ভাব্য পাসপোর্ট প্রাপ্তির দিন ঠিক করা রয়েছে। প্রতি সপ্তাহে নিয়মিত ডাক যোগে পাসপোর্ট আসে যা প্রার্থীদের মাঝে বিতরণ করা হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিস চুয়াডাঙ্গা হাসপাতাল রোডস্থ কলেজপাড়ায় ভাড়া বাসায় অবস্থিত। তবে সরকারী ভবন চুয়াডাঙ্গা সদরের ভিমরুল্লায় নির্মানাধীন রয়েছে।